গ্রাম পুলিশের ক্ষমতা ও কার্যাবলী
গ্রাম পুলিশের প্রত্যেক সদস্যদের যেকোন নাম বা উপাধিতে সম্বোধন করা হোক না কেন তাহার স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ ১৯৮৩ এর তপছিল- ১ এর ২য় অংশে বর্নিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং কর্তব্য পালন করবেন । গ্রাম পুলিশের ক্ষমতা ও কর্তব্য নিম্নরুপঃ
- ১। তিনি দিনে ও রাতেই উনিয়নে পাহারা ও টহল দারী করিবেন।
- ২। অপরাধের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করবেন ।
- ৩। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ কে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করবেন।
- ৪। অন্য নির্দেশনা থাকলে প্রতি পনের দিন অন্তর এলাকার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন।
- ৫। ইউনিয়নের খারাপ চরিত্রের লোকদের গতিবিধি লক্ষ্য করবেন এবং মাঝেমাঝে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন ৬।পাশ্ববর্তী এলাকা হইতে আগত কোন সন্দিহ জনক ব্যক্তির উপস্থিতি সম্পর্কে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে অবহিত করবেন।