Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জিনারী ইউনিয়নের ইতিহাস

হোসেনপুর উপজেলার উত্তরপার্শ্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ যার নাম জিনারী। আদিবাসীদের মধ্যে অত্র অঞ্চলে কোচগারোদের ছিল আধিপত্য। কোচ সামন্ত রাজারা এদেশ শাসন করত। সমাজ ছিল আত্মনির্ভরশীল। সমাজে ছিল কাপড় তৈরীর লোক। লোহার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রস্তুতের জন্য কামার, মাটির হাড়ি পাতিল তৈরীর জন্য ছিল কুমার, মাছ ধরার জন্য জেলে, নৌকা তৈরীর জন্য ছিল সূতার। নৌকা চালানোর জন্য ছিল মাঝি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বেচা-কেনা হত পণ্যের বিনিময়ে পণ্য। যেমন- চাউল দিয়ে মাছ বিক্রয় হত। ধান দিয়ে হাড়ি-পাতিল বিক্রয় হত ইত্যাদি। কোচ সামন্ত রাজারা শাসন করত এ অঞ্চল। তাদের কোন স্থাপনা নির্মাণ পাওয়া যায় নি। কিন্তু এখনও বড় বড় পুকুর দৃষ্টি গোচর হয় কোচের পুকুর হিসেবে। এই কোচ গারোরা দেবদেবী পূজা করত এমন কি দেবতাদের খুশী করতে নরবলি দিত। এমনই এক কোচ গারো ছিল। হোসেনপুর উপজেলার পার্শ্বে তাহার রাজত্ব ছিল। কোচ গারোদের ভাষা অনুযায়ী তাদের রেখে যাওয়া নাম যেমন- ভেইয়ারকোণা, ভেইয়ারঢেহী ইত্যাদি।